আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ মঙ্গলবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
প্রধানমন্ত্রীর কর্মসূচি
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বিকেল ৪টার দিকে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার সৌজন্য সাক্ষাৎ করবেন।
পররাষ্ট্রমন্ত্রীর কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ দুপুর ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি, সেগুনবাগিচায় মিট দ্য রিপোর্টার্স অনুষ্ঠানে বক্তব্য দিবেন, পরে সাংবাদিকদের প্রশ্নোত্তর পর্বে অংশ নেবেন মন্ত্রী।
চাকরিতে ৩৫ প্রত্যাশীদের কর্মসূচি
বিকেল সাড়ে ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে ৩০ ঊর্ধ্বরা (সরকারি চাকরির বাজারে ইনভ্যালিড সার্টিফিকেটধারী) ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে প্রতীকী প্রতিবাদে অংশ নেবেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
অটোরিকশা শ্রমিকদের কর্মসূচি
ঢাকায় অটোরিকশা-ইজিবাইক বন্ধের ঘোষণা প্রত্যাহার করে নীতিমালা প্রণয়ন, রুট পারমিট ও লাইসেন্স প্রদানের দাবিতে সকাল ১১টায় জাতীয় প্রেসক্লাব চত্বরে সমাবেশ ও মিছিল করবে শ্রমিকরা।
মির্জা ফখরুলের কর্মসূচি
জাগপা সভাপতি শফিউল আলম প্রধান এর ৭ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে সকাল সাড়ে ১০টায় ডিআরইউ মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এরপর ১১টা মতিঝিল বাংলাদেশ ব্যাংক এর সামনে ‘গণ সংহতি আন্দোলন সমাবেশ ও বিক্ষোভ’ এ অংশ নেবেন ফখরুল।