রাজবাড়ীতে বগি রেখে চলে গেল সুন্দরবন এক্সপ্রেস

রাজবাড়ী প্রতিনিধি
২০ মে ২০২৪, ২০:৪৯
শেয়ার :
রাজবাড়ীতে বগি রেখে চলে গেল সুন্দরবন এক্সপ্রেস

এন্টিবায়েটিক বোল্ট (নাট-বোল্ট) না থাকায় স্টেশনে একটি বগি রেখে চলে যায় সুন্দরবন এক্সপ্রেস। ঘটনাটি ঘটে আজ সোমবার রাজবাড়ী রেল স্টেশনে।

জানা গেছে, বেলা ১১টা ৫ মিনিটে ঢাকা-খুলনা রুটে চলাচলকারী সুন্দরবন এক্সপ্রেস ট্রেন রাজবাড়ী স্টেশনে আসে। এরপর ট্রেনটির টিএক্সার পরীক্ষা করা হয়। এজন্য প্রায় ২ ঘণ্টা স্টেশনে দাঁড়িয়েছিল ট্রেনটি। এতে করে চরম দুর্ভোগে পড়ে ট্রেনটিতে থাকা যাত্রীরা। 

এ বিষয়ে রাজবাড়ী রেল স্টেশনের দায়িত্বরত মাস্টার আব্দুর রহমান চৌধুরী বলেন, ‘৭২৬ নম্বর সুন্দরবন এক্সপ্রেস ট্রেনটি ঢাকা থেকে ছেড়ে এসে বেলা ১১টা ৫ মিনিটে রাজবাড়ী স্টেশনে আসে। এরপর টিএক্সার কর্তৃক পরীক্ষা করা হয়। পরীক্ষায় দেখা যায় দু’টি ৭৯১১ ও ৭৯০৩ কোচে এন্টিবায়েটিক বোল্ট (নাট-বোল্ট) নেই। যদি মেরামত না করা হতো তাহলে বড় দুঘর্টনা ঘটতে পারত। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে যাত্রী সাধারণের নিরাপত্তার জন্য একটি কোচ ড্যামেজ করে রাজবাড়ী স্টেশনের ৪ নম্বর লাইনে রাখা হয়। এরপর ১২টা ৫৫ মিনিটে ট্রেনটি স্টেশন ছেড়ে চলে যায়।’