হেলিকপ্টার বিধ্বস্তের পরও এক ঘণ্টা বেঁচে ছিলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১৮:০৮
শেয়ার :
হেলিকপ্টার বিধ্বস্তের পরও এক ঘণ্টা বেঁচে ছিলেন যিনি

ইরানে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টার বিধ্বস্ত হওয়ার পর এক ঘণ্টা বেঁচে ছিলেন এক আরোহী। ইরানের ক্রাইসিস ম্যানেজমেন্ট এজেন্সি'র প্রধান মোহাম্মদ নামিকে উদ্ধৃত করে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

সংবাদমাধ্যমটির প্রতিবেদনে বলা হয়, ওই ব্যক্তির নাম মোহাম্মদ আলী আল-হাশেম। হাশেম তাবরিজের জুমার ইমাম ছিলেন। এ ছাড়াও তিনি ছিলেন দেশটির সর্বোচ্চ নেতার আয়াতুল্লাহ খামেনির প্রতিনিধি। 

মোহাম্মদ নামি বলেন,আল হাশেম দুর্ঘটনার পরেও পুরো এক ঘণ্টা বেঁচে ছিলেন। এমনকি তিনি প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগেরও চেষ্টা করেছিলেন।

হেলিকপ্টার দুর্ঘটনায় আজ সোমবার সকালে মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও ছিলেন। মোট ৯ জন আরোহী ছিলেন হেলিকপ্টারে।