ইরানে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক
২০ মে ২০২৪, ১৬:২২
শেয়ার :
ইরানে নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ

প্রেসিডেন্ট এর পর এবার নতুন পররাষ্ট্রমন্ত্রী নিয়োগ দিল ইরান। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মন্ত্রণালয়ের উপমন্ত্রী আলি বাঘেরি কানি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।  

আজ সোমবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও ছিলেন।

প্রেসিডেন্ট নিহত হওয়ার পর ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ মোবারাখকে অন্তবর্তীকালীন প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বপালনের জন্য নিয়োগ দেন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি।

পররাষ্ট্রমন্ত্রী নিয়োগের বিষয়ে নির্বাহী, সংসদ ও বিচার, সরকারের তিন বিভাগের এক বৈঠক হয়। এরপর উপমন্ত্রী আলি বাঘেরিকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেয় মন্ত্রিসভা। একইসঙ্গে মন্ত্রিসভা গভীর শোক প্রকাশ করে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির কাছে বার্তা পাঠায়।