রাইসির হেলিকপ্টার দুর্ঘটনার পর যা জানাল হামাস
হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত হয়েছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও পররাষ্ট্রমন্ত্রী আমির আব্দুল্লাহিয়ান। তাদের মৃত্যুতে শোক জানাচ্ছে বিশ্বনেতারা।
রাইসি নিহত হওয়ার ঘটনায় প্রতিক্রিয় জানিয়েছে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস ও গাজা উপত্যকাভিত্তিক সশস্ত্র গোষ্ঠী ইসলামি আন্দোলনও।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
হামাস এই দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে বলেছে, ইরানের সরকার ও জনগণের পাশাপাশি সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ীর প্রতি সংহতি প্রকাশ করছে তারা। বিবৃতিতে সংগঠনটি জানায়, আমরা আশা করি, ইরান এই সংকট কাটিয়ে উঠবে। তাদের সেই সক্ষমতা আছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
আজ সোমবার সকালে হেলিকপ্টার দুর্ঘটনায় মারা যান ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। রাইসিকে বহনকারী হেলিকপ্টারটির দুর্ঘটনাস্থলে ‘কোনও জীবিত ব্যক্তি’ পাওয়া যায়নি। বিধ্বস্ত হেলিকপ্টারটি পুড়ে পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। তার সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির-আবদুল্লাহিয়ানও ছিলেন। ঘন কুয়াশার মধ্যে হেলিকপ্টারটি পার্বত্যাঞ্চলে বিধ্বস্ত হয়।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস