মা হারালেন ‘মীরাক্কেল’খ্যাত জামিল
‘মীরাক্কেল’খ্যাত অভিনেতা জামিল হোসেনের মা রহিমা বেগম মারা গেছেন। গতকাল রবিবার রাতে তিনি মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫। এক ফেসবুক পোস্টে মায়ের মৃত্যুর খবরটি জানিয়েছেন জামিল নিজেই।
তিনি লিখেছেন, ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহ আমার মাকে জান্নাত দান করেন… আমিন।’
জানা গেছে, রাত সোয়া ৯টার দিকে নোয়াখালীর বেগমগঞ্জে নিজ বাড়িতে রহিমা বেগম মৃত্যুবরণ করেন। বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন জামিলের ঘনিষ্ঠরা।
আরও পড়ুন:
স্ত্রীর কবরের পাশে পরীর নানা সমাহিত
অভিনেতার মায়ের মৃত্যুতে শোক প্রকাশ করছেন সহকর্মী অভিনয়শিল্পী ও পরিচালকরা। ফেসবুক পোস্টের মাধ্যমে তারা জামিলকে সমবেদনা জানান।
উল্লেখ্য, ভারতীয় টেলিভিশন চ্যানেল জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘মীরাক্কেল আক্কেল চ্যালেঞ্জার্স’ দিয়ে সবার কাছে পরিচিতি পান জামিল হোসেন। এরপর থেকে ছোট পর্দার নিয়মিত মুখ তিনি। একইসঙ্গে নাটক প্রযোজনার সঙ্গেও যুক্ত তিনি। রয়েছে নিজের ইউটিউব চ্যানেলও।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি