ডিআর কঙ্গোতে অভ্যুত্থান প্রচেষ্টা, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক
১৯ মে ২০২৪, ১৮:২৬
শেয়ার :
ডিআর কঙ্গোতে অভ্যুত্থান প্রচেষ্টা, নিহত ৩

আফ্রিকার দেশ ডিআর কঙ্গোতে সামরিক অভ্যুত্থান প্রচেষ্টা নস্যাতের দাবি করছে সরকার। অভ্যুত্থান প্রচেষ্টায় তিনজন নিহত হয়েছে বলেও জানানো হয়েছে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, আজ রবিবার সকালে দেশটির রাজধানীতে সামরিক পোশাকধারী সশস্ত্র ব্যক্তি এবং শীর্ষ রাজনীতিবিদের দেহরক্ষীদের মধ্যে গোলাগুলি হয়। এই ঘটনাকেই সামরিক অভ্যুত্থান বলে দাবি করেছে সরকার।

ওই গোলাগুলিতে একজন হামলাকারী ও দুই পুলিশ কর্মকর্তা নিহত হয়েছেন।

টেলিভিশনে দেওয়া ভাষণে সামরিক এক মুখপাত্র জানান, হামলাকারীরা সামরিক অভ্যুত্থান ঘটাতে চেয়েছিল। কিন্তু তারা ব্যর্থ হয়েছে। আমরা বেশ কয়েকজনকে আটক গ্রেপ্তার করেছি। তাদের মধ্যে বিদেশি নাগরিকও আছে।

সাংবাদিকদের সঙ্গে আলাপকালে দেশটির সেনাবাহিনীর ব্রিগেডিয়ার জেনারেল সিলভাইন একেঙ্গ বলেন, এই অভ্যুত্থান প্রচেষ্টা ঠেকানো তাদের বাহিনীর কাছে কঠিন কিছু না। এখন পুরো পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে বলেও দাবি করেন তিনি।