গানে গানে ‘টাকা’র গুরুত্ব
জীবনমুখী গানের তরুণ শিল্পী আসিফ আলতাফ এবার গানে গানে তুলে ধরলেন টাকার গুরুত্ব। তার নতুন গানের শিরোনাম ‘টাকা’। সুরে সুরে ব্যঙ্গাত্মক ভঙ্গিমায় তুলে ধরলেন টাকার প্রয়োজনীয়তা ও বাস্তবতা। কথার পাশাপাশি গানটির সুর করেছেন আলতাফ নিজে। সংগীত করেছেন শামছুজ্জামান জামান ও আদিব কবির।
‘টাকা’ নিয়ে আসিফ আলতাফ বলেন, ‘বর্তমান সমাজে টাকাই সব। কাছের মানুষ দূরে যাচ্ছে, দূরের মানুষ কাছে আসার ভান করছে; কেবল এই টাকার জন্য। কত সম্পর্ক ভেঙে যাচ্ছে টাকার কারণে। সবকিছু টাকামুখী হয়ে গেছে। সেই বিষয়টাই ব্যঙ্গ করে গানটা লেখা।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
শিল্পী জানান, সম্প্রতি গানটি মুক্তি পেয়েছে ‘আসিফ আলতাফ অফিসিয়াল’র ইউটিউব চ্যানেলে।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
ক্যারিয়ারের প্রথমদিকে ‘জুতো’ ও ‘যন্ত্র’ গান দিয়ে নিজের স্বকীয়তা প্রকাশ করেন আসিফ আলতাফ। এরপর শ্রোতাদের তিনি উপহার দেন ‘সুবহি সাদিক’, ‘কাঁটাতার’, ‘দূরত্ব’, ‘প্রেমে পড়ি’সহ একাধিক গান।
আরও পড়ুন:
‘এভাবে বিয়ে করা নাকি অর্থহীন’