আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
প্রধানমন্ত্রীর কর্মসূচি
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল ১০টায় ১১তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলা ২০২৪ এর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওবায়দুল কাদেরের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় হোটেল ইন্টার কন্টিনেন্টালে সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের ঢাকা মেট্রোরেলের ব্রান্ডিং সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
মুক্তিযুদ্ধ মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হকের কর্মসূচি
বিকাল ৪টায় ইনস্টিটিউট অফ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ আয়োজিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথি উপস্থিত থাকবেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ.ক.ম মোজাম্মেল হক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জনপ্রশাসন মন্ত্রীর কর্মসূচি
ঢাকার নিউ ইস্কাটনে সকাল ১০টায় বিয়াম মিলনায়তনে জনপ্রশাসন মন্ত্রণালয় আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে যোগ দিবেন জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন।
অর্থ প্রতিমন্ত্রীর কর্মসূচি
সিডিপি আয়োজিত Digitalisation of the Taxation System in Bangladesh: The Next Frontier অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ প্রতিমন্ত্রী ওয়াসিকা আয়শা খান। বিকাল ৩টায় গুলশান-২ এর লেক শোর হোটেলের লা ভিটা হলে এটি অনুষ্ঠিত হবে।
জ্বালানি প্রতিমন্ত্রীর কর্মসূচি
বেলা ১২টায় বিদ্যুৎ ভবনের মুক্তি হলে বিদ্যুৎ বিভাগের উদ্যোগে আয়োজিত ইনোভেশন শোকেসিংয়ের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
প্রবাসী কল্যাণ মন্ত্রীর কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় হোটেল শেরাটনে আইএলওর সঙ্গে অভিবাসী শ্রমিকদের উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে থাকবেন প্রবাসী কল্যাণ মন্ত্রী ইমরান আহমদ।
স্বরাষ্ট্রমন্ত্রী, কামরুল ইসলাম ও সালমান এফ রহমানের কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৪৪তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রোববার বিকেল ৩টায় তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগ অফিসে আলোচনা সভার আয়োজন করা হয়েছে৷ এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা জনাব সালমান এফ রহমান৷ আর বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অ্যাডভোকেট কামরুল ইসলাম, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল৷
শেখ ফজলে নূর তাপসের কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় নগর ভবনের মেয়র হানিফ মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসের দায়িত্বভার গ্রহণের ৪ বছর পূর্তি উপলক্ষ্যে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের কর্মসূচি
রবিবার দুপুর আড়াইটায় ভোক্তা অধিদফতরের সম্মেলন কক্ষে (৮ম তলা) ই-কমার্স প্রতিষ্ঠানসমূহের বিরুদ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্পত্তি এবং পেমেন্ট গেটওয়েতে আটকে থাকা অর্থ পরিশোধের অগ্রগতি পর্যালোচনা বিষয়ক সভা আয়োজন করা হয়েছে। সভায় সভাপতিত্ব করবেন অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) এ. এইচ. এম. সফিকুজ্জামান। সভা শেষে যে সিদ্ধান্ত হবে সে সম্পর্কে বিকাল ৪টায় সাংবাদিকদের ব্রিফ করা হবে।