সিনেমার গানেও আলোচনায় প্রিন্স মাহমুদ
সৃষ্টি করলেন তিন জনপ্রিয় গান
প্রিন্স মাহমুদ। এই নামটির সাথে শ্রোতারা পরিচিত তিন দশকেরও বেশি সময় ধরে, তার কালজয়ী সৃষ্টির মাধ্যমে। তিনি আমাদের দেশের অন্যতম গীতিকার-সুরকার, যার অসংখ্য গান কালজয়ী। যে গানগুলোতে কণ্ঠ দিয়েছেন জেমস, আইয়ুব বাচ্চু, হাসান, খালিদ, শাফিন আহমেদসহ আরও অনেক কণ্ঠশিল্পী।
নব্বই দশকের শুরু থেকে আজ পর্যন্ত সমানতালে জনপ্রিয় প্রিন্স। কারণ একটাই- তার আছে জেমসের কণ্ঠে ‘মা’, ‘বাবা’, ‘বাংলাদেশ’, আইয়ুব বাচ্চুর ‘বেলাশেষে ফিরে এসে’, শাফিন আহমেদের আজ জন্মদিন তোমার, হাসানের ‘এত কষ্ট কেন ভালোবাসায়’, ‘এত দিন পরে প্রশ্ন জাগে’, রুমির ‘মাটি হবো মাটি’, কিংবা তপু-ন্যানসীর গাওয়া ‘ভূবন ডাঙ্গার হাসি’। ক্যাসেট যুগ থেকে শুরু করে বর্তমান সময়ের ইউটিউব, ডিজিটাল মাধ্যমেও দাপিয়ে বেড়াচ্ছেন তিনি।
নব্বইয়ের প্রিন্স মাহমুদকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। তবে এই সময়ের প্রিন্স মাহমুদকে নিয়ে নতুন করে বলতেই হয়। কারণ এই মানুষটি পর পর দুই সিনেমায় তিনটি জনপ্রিয় গান উপহার দিলেন। অল্প দিনেই গান তিনটি মুখে মুখে, মানুষের অন্তরে চলে এসেছে। এই গানগুলোকেও কালজয়ী বলা শুধু সময়ের ব্যাপার।
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
প্রথমেই ‘ঈশ্বর’, এর পর ‘বরবাদ’ ও ‘মা’। ঈশ্বর গান দিয়ে তিনি জানান দিলেন, প্রিন্স মাহমুদ ফুরিয়ে যাননি। এখনো তার সংগীতে অনেক দেওয়া বাকি। সিনেমার গানে তাকে খুব বেশি পাওয়া না গেলেও লম্বা ক্যারিয়ারের শেষ ভাগে এসে সিনেমার গানে প্রিন্স মাহমুদের রাজকীয় এক উত্থান হলো। সিনেমায় তাকে দমিয়ে রাখা হয়েছিল দীর্ঘকাল। প্রিন্স মাহমুদের মতো মানুষকেও পড়তে হয় গান পলিটিক্সের শিকারে! তাকেও দমিয়ে রাখার চেষ্টা করা হয় নানাভাবে; কিন্তু তিনি যে প্রিন্স, গানের প্রিন্স। তাকে কি দমিয়ে রাখা যায়? গানে গানেই তিনি জবাব দিয়ে দেন।
শাকিব খানের প্রিয়তমা সিনেমার ‘ঈশ্বর’ গানের পর প্রিন্স মাহমুদের কাছে শ্রোতাদের আকাক্সক্ষা একটু বেশিই ছিল। রাজকুমার সিনেমার ‘বরবাদ’ দিয়েও শ্রোতাদের মন জয় করে নিলেন প্রিন্স। গান প্রকাশের পর পরই প্রিন্স মাহমুদ এ প্রতিবেদককে বলেন, ‘বরবাদ গানের মায়ায় তোমাকে পড়তেই হবে। এই গান এমন এক গান ধীরে ধীরে এটির মায়ায় পড়বা।’ সত্যিই যেন তাই। যার সৃষ্টি, তিনি আগে থেকেই বুঝতে পারেন, তিনি কী সৃষ্টি করতে যাচ্ছেন।
আরও পড়ুন:
ফের জুটি হলেন মম-শ্যামল
‘বরবাদের’ মায়ায় এখন অনেক শ্রোতা। আলিফের কণ্ঠের এ গান শ্রোতারা আনমনে গেয়ে ওঠেন- ‘কার জন্য ভেতর মাঝে ওলটপালট লাগে, কেনরে আদর আদর বড্ড মায়া লাগে, কার জন্য ভেতরটাতে আকাশ পাহাড় আবেগ, কার জন্য আনন্দটা অভিমানী মেঘ, কেন এ টান, কেন এ গান, বোঝে না বোঝে না মন কি চাচ্ছি? ভালোবাসতে বাসতে বরবাদ হয়ে যাচ্ছি।’
‘ঈশ্বর’, ‘বরবাদের’ পর এবার শ্রোতারা প্রেমে পড়লেন রাজকুমার সিনেমার আরেক গান ‘মা’-এর। ‘ঈশ্বর’ গেয়েছিলেন রিয়াদ। সেই রিয়াদকে দিয়েই ‘মা’ গানটি গাওয়ালেন প্রিন্স মাহমুদ। রিয়াদের কণ্ঠের জন্যই যেন ‘মা’ গানের সৃষ্টি। এই গান রিয়াদ ছাড়া আর কে গাইত এত সুন্দর করে? আবেগ, মায়া ভালোবাসা দিয়ে ‘মা’ গানও জয় করে নিল শ্রোতার মন। প্রিন্স মাহমুদ গানের রাজপুত্র।
আরও পড়ুন:
মারা গেলেন পরীমনির নানা