কেন ডিবি কার্যালয়ে গিয়েছিলেন, জানালেন মামুনুল হক
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের (ডিবি) কার্যালয়ে গিয়েছিলেন হেফাজতে ইসলামের সাবেক কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওলানা মামুনুল হক।
আজ শনিবার সন্ধ্যায় রাজধানীর মিন্টু রোডে ডিবি কার্যালয়ে যান হেফাজতের এই নেতা।
ডিবি কার্যালয় থেকে বেরিয়ে উপস্থিত সাংবাদিকদের মামুনুল হক বলেন, ‘আমার মোবাইল ছিল এখানে, যখন আমি অ্যারেস্ট হই। মামলার আলামত হিসেবে আমার একটা মোবাইল জব্দ করা হয়েছিল। সেই মোবাইলটা নিতে আসছিলাম।’
অন্য কোনো বিষয়ে কথা হয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে হেফাজেতের এই নেতা বলেন, ‘না, আর কোনো বিষয়ে কথা হয়নি।’
মামলা সংক্রান্ত বিষয়ে ডিবি ডেকেছিল কি না—এমন প্রশ্নের জবাবে মামুনুল হক বলেন, ‘আমাকে ডাকেনি। আমি মোবাইল নিতে আসছিলাম।’
প্রসঙ্গত, গত ৩ মে কারাগার থেকে মুক্তি পান মামুনুল হক। এর আগে ২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের রয়েল রিসোর্টে এক নারীর সঙ্গে তাকে অবরুদ্ধ করেন স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের জিজ্ঞাসাবাদ শুরু করে। ১৮ এপ্রিল মোহাম্মদপুরের মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার