নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
১৮ মে ২০২৪, ১৬:২৫
শেয়ার :
নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই

নির্বাচন কমিশনের (ইসি) অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। আমাদের সঙ্গে আছে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী। সুন্দর, সুষ্ঠু পরিবেশে নির্বাচন হবে। সব প্রার্থীর জন্য সমান ক্ষেত্র তৈরির নিদের্শন দেওয়া আছে।’

আজ শনিবার দুপুরে গাজীপুরের শ্রীপুরে প্রিজাইডিং কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

প্রিজাইডিং কর্মকর্তাদের উদ্দেশে ইসির এ অতিরিক্ত সচিব বলেন, ‘প্রত্যেক কেন্দ্রে প্রিজাইডিং কর্মকর্তা ফলের এক কপি ঝুলিয়ে দেবেন। প্রত্যেক প্রার্থীর এজেন্টকে এক কপি দেবেন। এ ছাড়া সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফল জমা দেবেন।’

অশোক কুমার দেবনাথ বলেন, ‘প্রত্যেক নির্বাচনের আগে কর্মকর্তাদের এমন প্রশিক্ষণ হয়ে থাকে। এটি তার অংশ। প্রশিক্ষণের মাধ্যমে কর্মকর্তাদের ভোটগ্রহণ কার্যক্রমের বিষয়ে অবহিত করা হয়। ভোটগ্রহণকারী কর্মকর্তারা ভোটের দিন কেন্দ্র ব্যবস্থাপনা, ভোটগ্রহণ, গণনা, কেন্দ্রে ফল ঘোষণা থেকে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফল পৌঁছানোর কাজটি করে থাকেন। উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী ভোটগ্রহণ শেষে প্রিজাইডিং কর্মকর্তা কেন্দ্রে ফল টানিয়ে দিবেন। এক কপি প্রত্যেক প্রার্থীর এজেন্টে হাতে দেবেন। পরবর্তীতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে ফল জমা দেবেন।’

এক চেয়াম্যান প্রার্থীর (শ্রীপুর উপজেলা নির্বাচনের প্রার্থী মো. জামিল হাসান দুর্জয়) প্রার্থিতা বাতিল প্রসঙ্গে তিনি বলেন, ‘নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করেছেন। আইনি তিনি এখন কোনো প্রচার চালাতে পারেন না। যদি এটি করে থাকেন তা হলে রিটার্নিং কর্মকর্তা, স্থানীয় প্রশাসন দেখবেন। সব প্রার্থীর জন্য সমান ক্ষেত্র তৈরি করতে বলা হয়েছে। এক্ষেত্রে কোনো ব্যত্যয় ঘটবে না। স্থানীয় প্রশাসন এবং আইনশৃঙ্খরা বাহিনীর সহায়তায় আমরা একটি উৎসবমুখর, সুন্দর নির্বাচন উপহার দিতে পারব আশা করি।’

এ সময় উপস্থিত ছিলেন গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মো. মামুনুল করিম, জেলা নির্বাচন কর্মকর্তা এ এইচ এম কামরুল ইসলাম, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও সহকারী রিটার্নিং কর্মকর্তা শোভন রাংসা, উপজেলা নির্বাচন কর্মকর্তা আল নোমান।