ধোলাইখালে ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৪, ১৩:১৩
শেয়ার :
ধোলাইখালে ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। বেলা ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আজ শনিবার সকাল ১০টা ৪০ মিনিটের দিকে আগুন লাগে বলে জানান ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার লিমা খানম।

তিনি বলেন, ‘ধোলাইখালে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে লাগা আগুন নিয়ন্ত্রণ এসেছে। ১১টা ৫৭ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।’

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। আহতের কোনো তথ্যও নেই বলে জানান তিনি।

এর আগে, সকাল ১০টা ১৭ মিনিটে কারওয়ান বাজারে ‘লা ভিঞ্চি’ হোটেলের পঞ্চম তলায় আগুন লেগেছিল। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিটের আধা ঘণ্টার চেষ্টায় সকাল পৌনে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।