কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৪, ১১:৫৬
শেয়ার :
কারওয়ান বাজারের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর কারওয়ান বাজারে লা ভিঞ্চি হোটেলের পাশে কাঁচা বাজারের আগুন নিয়ন্ত্রণে এসেছে। আজ শনিবার সকাল ১০টা ২৫ মিনিটের দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের ৬টি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৮ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল ১০টা ২৫ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। পরে ৬টি ইউনিটের চেষ্টায় ১০টা ৩৮ মিনিটে নিয়ন্ত্রণে আসে।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি। এছাড়া এই ঘটনায় হতাহতের খবর এখনও পাওয়া যায়নি।