হিট অ্যালার্টের মধ্যে ঢাকায় বৃষ্টি

অনলাইন ডেস্ক
১৮ মে ২০২৪, ০৯:৩০
শেয়ার :
হিট অ্যালার্টের মধ্যে ঢাকায় বৃষ্টি

সারাদেশে কয়েক দিন ধরে তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা। বিভিন্ন অঞ্চলে জারি করা হচ্ছে হিট অ্যালার্ট। বর্তমানে চার বিভাগে হিট অ্যালার্ট জারি করা হয়েছে। তবে এরই মধ্যে ঢাকায় নেমেছে বৃষ্টি।

আজ শনিবার সকাল ৮টায় বৃষ্টি শুরু হলেও তা খুবই অল্প সময় স্থায়ী হয়।

এর আগে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস দিয়েছিল, শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ, ঢাকা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

পূর্বাভাসে আরো বলা হয়, রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগসহ মৌলভীবাজার, রাঙ্গামাটি, চাঁদপুর ও ফেনী জেলাসমূহের উপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

দেশের পূর্বাংশে দিনের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে এবং তা অন্যত্র প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এসময়ে জলীয় বাষ্পের আধিক্যের কারণে অস্বস্তি বিরাজ করতে পারে।