আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
রাষ্ট্রপতির কর্মসূচি
একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ৮ম জাতীয় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। বেলা সাড়ে ১১টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে এ অনুষ্ঠান শুরু হবে।
স্থানীয় সরকারমন্ত্রীর কর্মসূচি
‘নগরায়নে বাংলাদেশ ও নগর পরিবেশ’ শিরোনামে আয়োজিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকারমন্ত্রী তাজুল ইসলাম। সকাল ১০টায় শিল্পকলা একাডেমিতে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
ওবায়দুল কাদেরের কর্মসূচি
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
বেলা সাড়ে ১১টায় ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
স্বেচ্ছাসেবক লীগের কর্মসূচি
প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আনন্দ শোভাযাত্রা করবে স্বেচ্ছাসেবক লীগ। বিকেল ৪টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে থেকে ধানমন্ডি ৩২ নম্বরের ঐতিহাসিক বঙ্গবন্ধু ভবন পর্যন্ত এ শোভাযাত্রা হবে।
বিএনপির কর্মসূচি
বিকেল ৩টায় নয়াপল্টনে হোটেল ভিক্টোরির অডিটোরিয়ামে (৬ষ্ঠ তলা) জিয়া মঞ্চের ঢাকা বিভাগীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
সাঈদ খোকনের কর্মসূচি
‘এগিয়ে ছিল দক্ষিণ ঢাকা, স্মৃতির পাতায় ফিরে দেখা’ শীর্ষক মিট দ্য প্রেসে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংসদ সদস্য ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। সকাল ১০টায় জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এলডিপির কর্মসূচি
লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) সংবাদ সম্মেলন করবে। বিকেল ৩টায় মগবাজারে দলটির কেন্দ্রীয় অফিস গুলফেশা প্লাজায় (লিফটের ৮) এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে।
এফডিসিতে কর্মসূচি
সকাল সাড়ে ১০টায় এফডিসির ৮ নং ফ্লোরে ব্যাংক একীভূতকরণ শীর্ষক এক ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে সেন্টার ফর পলিসি ডায়লগের (সিপিডি) নির্বাহী পরিচালক ড. ফাহমিদা খাতুন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলকে পুরস্কার বিতরণ করবেন।