আমি আপনাদের লোক হয়ে থাকতে চাই: ঝিলু
‘আমি বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম ভবিষ্যৎতেও থাকব। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি আপনাদের লোক হয়ে থাকতে চাই’ বলে জানিয়েছেন সদ্য উপজেলা পরিষদ নির্বাচনে টানা ২য় মেয়াদে নির্বাচিত নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন আহমেদ ঝিলু।
গতকাল দিনব্যাপী উপজেলার ৭টি ইউনিয়নের নেতাকর্মী ও বিভিন্ন পেশার মানুষের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এ কথা বলেন।
ঝিলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। সেই সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের নেতৃত্বে এগিয়ে যাচ্ছে দোহার-নবাবগঞ্জ। আমরা সবাই সালমান এফ রহমানের ভ্যানগার্ড হিসেবে কাজ করে যাচ্ছি।
চেয়ারম্যান বলেন, ‘আমাকে যারা ভোট দিয়েছেন কিংবা ভোট দেননি আমি সকলের চেয়ারম্যান। আমার দরজা নবাবগঞ্জবাসীর জন্য সকল সময় খোলা। যেকোন প্রয়োজনে আমাকে জানালে আমি অবশ্যই চেষ্টা করব। তাই সকল দ্বিধা ভুলে আসুন সকলে মিলে আমাদের এই নবাবগঞ্জকে সাজিয়ে তুলি।’
সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠানে বিভিন্ন স্পটে নেতাকর্মীরা উপস্থিত থেকে নাসির উদ্দিন ঝিলুকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসয় নেতাকর্মীরা সমর্থকদের মিষ্টি বিতরণ করেন।
অনুষ্ঠান মালায়, ঢাকা জেলা আওয়ামী লীগের ক্রিয়া বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন, সদ্য নির্বাচিত মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা বেগম, চুড়াইন ইউপি চেয়ারম্যান জলিল বেপারী, গালিমপুর ইউপি চেয়ারম্যান আজিজুর রহমান আজিম, আগলা ইউপি চেয়ারম্যান শিরিন চৌধুরী, বক্সনগর ইউপি চেয়ারম্যান ওয়াদুদ মিয়া, কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিল, যন্ত্রাইল ইউপি চেয়ারম্যান একেএম মনিরুজ্জামান তুহিন, বান্দুরা ইউপি চেয়ারম্যান হুমায়ন কবির, বাহ্রা ইউপি সাবেক চেয়ারম্যান সুবেদুজ্জামান সুবেদ, আওয়ামীলীগ নেতা, রমজান আলী, বাবু প্রবির সাহা, সুকুমার হালদার, ফয়েজ আল মাসুদ টুটুল, ইউসুফ হারুন টিপু, স্বপন কুমার বসাক, বীরমুক্তিযোদ্ধা শাহ মো আবু বকর সিদ্দিক, আব্দুস সালাম, রাজন কুমার সম্ভু, আইয়ুব হোসেন, রাকিব পত্তনদার, জালাল উদ্দিন রুমিসহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।