২১৬ কেজি গাঁজাসহ দুজন আটক
সিরাজগঞ্জের তাড়াশে একটি কাভার্ডভ্যান তল্লাশি করে ২১৬ কেজি গাঁজা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এ সময় মাদক কারবারি অভিযোগে দুই জনকে আটক করা হয়। মাদকপাচারের কাজে ব্যবহিৃত কাভার্ডভ্যান জব্দ করা হয়।
আজ শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চরহামকুড়িয়া এলাকার নাটোর-বনপাড়া মহাসড়ক থেকে তাদের আটক করা হয় বলে জানানো হয়। র্যাব-১২-এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি মারুফ হোসেন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
আটকরা হলেন- কুমিল্লার দেবীদ্বার উপজেলার রাজাকাচর গ্রামের আলামিন (২২) ও বাঙ্গলাবাজার উপজেলার রাজা চাবিতলা গ্রামের এরশাদ ওরফে হৃদয় (২৭)।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, একটি কভার্ডভ্যানে গাঁজা বহন করার গোপন সংবাদে র্যাব-১২ চরহামকুড়িয়া এলাকায় অস্থায়ী চেকপোস্ট বসানো হয়। সেখানে বিভিন্ন গাড়িতে তল্লাশি চালানোর এক পর্যায়ে একটি কভার্ডভ্যান জব্দ করা হয়। এ সময় ওই কভার্ডভ্যানে তল্লাশি করে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ২১৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় কভার্ডভ্যানে থাকা আলামিন ও এরশাদ নামের দুজনকে আটক করা হয়।
এ ঘটনায় তাড়াশ থানায় মামলা হয়েছে। এছাড়া আটকদের বিরুদ্ধে আগের দুইটি মাদকের মামলা রয়েছে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।