ইসরায়েলকে গাজায় অভিযানের ‘অজুহাত’ দিয়েছে হামাস: মাহমুদ আব্বাস
অবরুদ্ধ গাজা উপতক্যায় ইসরায়েলি অভিযানের জন্য সশস্ত্র গোষ্ঠী হামাসকে দায়ী করেছেন ফিলিস্তিনি প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তিনি বলেন, হামাসের হামলার কারণেই গাজায় অভিযান চালানোর অজুহাত পেয়েছে ইসরায়েল। ফিলিস্তিনি সংবাদমাধ্যম প্যালেস্টাইন ক্রনিকলের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
গত বছরের ৭ অক্টোবর অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল অভিমুখে হাজার হাজার রকেট ছুড়ে মুক্তিকামী ফিলিস্তিনিদের সশস্ত্র সংগঠন হামাস। এতে ইসরায়েলে নিহত হয়েছেন এক হাজার ৪০০ জন। এরপরেই বছরের পর বছর ধরে গাজায় চলা সামরিক পদক্ষেপ জোরালো করে ইসরায়েলি বাহিনী। এতে প্রাণ হারিয়েছে ৩৪ হাজারের বেশি ফিলিস্তিনি, আহত ৭৪ হাজারেরও বেশি। হতাহতদের বেশিরভাগই বেসামরিক। এমন অবস্থায় বিশ্বজুড়ে যুদ্ধবিরতির আহ্বান জানানো হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বাহরাইনের রাজধানী মানামায় আরব লীগের ৩৩তম সম্মেলনে মাহমুদ আব্বাস বলেন, হামাস সম্পূর্ণ একক সিদ্ধান্তের ভিত্তিতে গত ৭ অক্টোবর ইসরায়েলে যে হামলা চালিয়েছিল, সেটিই আসলে ইসরায়েলকে গাজায় এই দীর্ঘ সামরিক অভিযানের অজুহাত তুলে দিয়েছে।’
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
জর্ডান নদীর পশ্চিম তীর, গাজা উপত্যকা এবং পূর্ব জেরুজালেম— তিন ভূখণ্ড নিয়ে গঠিত ফিলিস্তিনের পশ্চিম তীর এবং পূর্ব জেরুজালেমে ক্ষমতাসীন রয়েছে মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন ফাতাহ সরকার, যেটি আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ (প্যালেস্টাইনিয়ান অথরিটি-পিএ) নামে পরিচিত। ফিলিস্তিনের বৈধ শাসক হিসেবে পিএকেই স্বীকৃত দেয় বহির্বিশ্ব।
মাহমুদ আব্বাসের এমন মন্তব্যের কড়া সমালোচনা করেছে হামাস। তারা জানায়, গাজায় অভিযান চালাতে ইসরায়েলের কোনো অজুহাতের প্রয়োজন হয় না। বছরের পর বছর ধরে তারা গাজার বেসামরিক মানুষের ওপর সামরিকভাবে চড়ও হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস