শনিবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

অনলাইন ডেস্ক
১৭ মে ২০২৪, ১৭:৪০
শেয়ার :
শনিবার ১৫ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার যেসব এলাকায়

প্রতীকী ছবি

আগামীকাল শনিবার রাজধানীর কিছু এলাকায় ১৫ ঘণ্টা গ্যাস সরবরাহ বন্ধ রাখবে বলে জানিয়েছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি। আজ শুক্রবার প্রতিষ্ঠানটি এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, আগামীকাল সকাল ৯টা থেকে রাত ১২টা পর্যন্ত ঢাকার উত্তরা, উত্তরখান, দক্ষিণখান এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ প্রকল্পের সেকশন-১ এর অ্যালাইনমেন্টে গ্যাস পাইপলাইন জরুরি স্থানান্তরের জন্য এই সময়ে গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।

গ্যাস সরবরাহ বিঘ্নিত হওয়ায় গ্রাহকদের অসুবিধার জন্য দুঃখ প্রকাশ করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।