কৃষ্ণগহ্বর নিয়ে ১০৯ বছর আগেই সঠিক তত্ত্ব দেন আইনস্টাইন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ মে ২০২৪, ১৬:৩৯
শেয়ার :
কৃষ্ণগহ্বর নিয়ে ১০৯ বছর আগেই সঠিক তত্ত্ব দেন আইনস্টাইন

১০৯ বছর আগে কৃষ্ণগহ্বর নিয়ে করা বিজ্ঞানী অ্যালবার্ট আইনস্টাইনের তত্ত্ব সঠিক প্রমাণিত হয়েছে। বিজ্ঞানীরা বলছেন, কৃষ্ণগহ্বরের প্রকৃতি নিয়ে আইনস্টাইন যে ধারণা দিয়ে গিয়েছিলেন তা সঠিক।

১৯১৫ সালে কৃষ্ণগহ্বরের আশপাশে ঢালু অঞ্চল রয়েছে বলে অঙ্ক কষে জানিয়েছিলেন বিজ্ঞানী আলবার্ট আইনস্টাইন। সেখানে মাধ্যাকর্ষণ শক্তির পরিমাণ খুব বেশি। ফলে সেখানে পদার্থ বৃত্তাকার পথ অনুসরণ করতে পারে না।

বিজ্ঞানীরা বলছেন, তারা পরীক্ষা করে দেখেছেন কৃষ্ণগহ্বরে এমন অঞ্চল রয়েছে এবং আসলেই এর মাধ্যাকর্ষণ শক্তি অত্যন্ত বেশি।

অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষকরা প্রথম কৃষ্ণগহ্বরের এই অঞ্চলকে ক্যামেরাবন্দি করেন। গবেষণা দলের প্রধান ড. অ্যান্ড্রু মামারি বলেন, নক্ষত্রের বাইরের প্লাজমা কৃষ্ণগহ্বরের কেন্দ্রে প্রবেশের ধরন আমরা বোঝার চেষ্টা করছি। আমরা একটি কৃষ্ণগহ্বরের চারপাশে এই অঞ্চল পর্যবেক্ষণ করে আইনস্টাইনের তত্ত্বের প্রমাণ পেয়েছি।  

তিনি বলেন, মহাবিশ্বের অন্যতম অদ্ভূত বস্তু হচ্ছে কৃষ্ণগহ্বর। সেখানে সাধারণ পদার্থবিজ্ঞানের সূত্র কাজ করে না।