জামিনের পর যেভাবে ভোটের প্রচার করছেন কেজরিওয়াল
জামিন পেয়েই সারাদিন ধরে ভোটের প্রচার শুরু করে দিয়েছেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে-র প্রতিবেদনে বলা হয়, একহাতে কংগ্রেস, অন্যহাতে আম আদমি পার্টির প্রতীক নিয়ে তিনি হরিয়ানায় রোড শো করেছেন। দিল্লি ও হরিয়ানা ছাড়াও উত্তরপ্রদেশ ও পাঞ্জাবেও প্রচার করেছেন কেজরিওয়াল। আর সেই প্রচারে নেমে সরাসরি বিজেপি ও প্রধানমন্ত্রী মোদিকে আক্রমণ করছেন।
গত ২১ মার্চ আবগারি দুর্নীতি মামলায় ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) এর হাতে গ্রেপ্তার হন কেজরিওয়াল। তারপর থেকে তিনি কারাগারেই মুখ্যমন্ত্রীর দায়িত্ব পালন করছিলেন। পরে ১০ মে তাকে জামিন দেয় আদালত।
জামিন পাওয়ার পর দিল্লিতে প্রথম রোড শো ও পরে সাংবাদিক বৈঠকে তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিদ্ধান্ত নিয়েছিলেন, ৭৫ বছর হয়ে গেলে বিজেপি নেতাদের রাজনীতি থেকে অবসর নিতে হবে। আডবাণী, জোশী, যশবন্ত সিনহারা সেইমতো অবসর নিয়েছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
কেজরিওয়ালের বক্তব্য, ''আগামী বছর সেপ্টেম্বরে প্রধানমন্ত্রী মোদীর ৭৫ বছর পূর্ণ হবে। তিনি যদি এখন আবার প্রধানমন্ত্রী হন, তাহলে তো তখন তাকে অবসর নিতে হবে। নিজের তৈরি করা নিয়ম তো তিনি ভাঙতে পারেন না। তখন অমিত শাহ প্রধানমন্ত্রী হবেন। আর ক্ষমতায় এলে যোগীকে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে দেবেন মোদী।''
বৃহস্পতিবার উত্তরপ্রদেশে গিয়ে তিনি বলেছেন, ''বিজেপি ও এনডিএ জিতছে না। তারা ২৫০টি আসনও পাবে না। আর তারা চারশ আসন পেলে সংবিধান বদল করে প্রথমেই দলিত, আদিবাসী, অনগ্রসরদের জন্য সংরক্ষণ তুলে দেবে।''
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
হরিয়ানায় তিনি বলেছেন, হরিয়ানার ছেলে যাতে ভোটে প্রচার করতে না পারে, সেই চেষ্টা করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। তিহারে তাকে ইনসুলিন দেয়া হয়নি সেই অভিযোগও করেছেন।
কেজরিওয়াল বলেন, ''আমি জেলে যাব কিনা, তা এখন আপনাদের হাতে। আমায় যদি জেলে পাঠাতে চান, তাহলে বিজেপি-কে ভোট দিন, না হলে আপ বা ইন্ডিয়া জোটের দলগুলিকে ভোট দিন।'' কেজরিওয়াল কৃষক, নারী কুস্তিগির এবং অগ্নিপথ প্রকল্প নিয়ে সোচ্চার হন।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস