সেই বিতর্কিত প্রচ্ছদে বের হবে না রবীন্দ্রনাথকে নিয়ে লেখা বই
বইয়ের প্রচ্ছদ দেখে প্রথমে মনে হয় পুরুষাঙ্গ আঁকা হয়েছে তাতে। তবে ভালো করে খেয়াল করলে বোঝা যায় এটি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুখচ্ছবি। এমনই বিতর্কিত এক প্রচ্ছদ ছেঁয়ে যায় সামাজিক যোগাযোগমাধ্যম। ‘রবীন্দ্রনাথের প্রথম জীবনী’ নামের বইটি ওই প্রচ্ছদে বের হবে না বলে জানালেন এর লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায়।
ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের সূত্রধর প্রকাশনী থেকে বের হওয়ার কথা ছিল ‘রবীন্দ্রনাথের প্রথম জীবনী’র। প্রকাশক সুমন ভৌমিক বইটির প্রচ্ছদ ফেসবুকে প্রকাশ করলে সমালোচনার সৃষ্টি হয়।
এমন প্রচ্ছদের ব্যাপারে লেখক পার্থজিৎ গঙ্গোপাধ্যায় জানালেন, এই প্রচ্ছদ তৈরি হওয়ার সময় প্রকাশক তাকে কিছুই দেখাননি। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে হইচই হওয়ার পর তিনি জানতে পারেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
লেখক বলেন, ‘ওই প্রচ্ছদে বইটি সূত্রধর থেকে কোনো দিন বের হবে না। খবরটা জানতে পারার পরেই আমি প্রকাশককে বলি এই মুহূর্তে সামাজিক যোগাযোগমাধ্যম থেকে সমস্ত কিছু মুছে দিন।’
ইতোমধ্যে সূত্রধরের ফেসবুক পেজ থেকে বই সংক্রান্ত সব কিছুই মুছে দেওয়া হয়েছে।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
পার্থজিৎ বলেন, ‘ঠাকুরবাড়ি নিয়ে আমার লেখা একাধিক বই রয়েছে। নিষিদ্ধ কোনো বিষয় নিয়ে আমি তো বই লিখিনি। সেখানে এরকম প্রচ্ছদ মেনে নেওয়া যায় না।’