টেকনাফে ৫০ হাজার ইয়াবাসহ ৩ মাদক ব্যবসায়ী আটক
কক্সবাজারের টেকনাফ উপজেলার শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়ায় অভিযান চালিয়ে ৫০ হাজার ইয়াবা উদ্ধারের কথা জানিয়েছে র্যাব। এ সময় মাদক ব্যবসায়ী অভেযোগে তিনজনকে আটকের কথা জানিয়েছে র্যাব। পরে তাদেরকে পুলিশে হস্তান্তর করা হয়।
গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন- টেকনাফের সাবরাং ইউনিয়নের শাহপরীর দ্বীপ ডাংগর পাড়া এলাকার আপন দুই ভাই নিয়ামত উল্লাহ (৩০), এনামুল্লাহ (২৫) ও মাঝের পাড়া এলাকার আব্দুর রহমান (২৪)।
গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব-১৫ অতিরিক্ত পুলিশ সুপার ও সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী অভিযানের সত্যতা নিশ্চিত করেছেন
তিনি জানান, গত মঙ্গলবার ভোরে শাহপরীরদ্বীপ পশ্চিমপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ী ইয়াবা ক্রয়-বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করে এমন গোপন সংবাদের ভিত্তিতে সিপিসি ২ হোয়াক্যং ক্যাম্পের একটি আভিধানিক দল মাদকবিরোধী অভিযানে যায়। র্যাবের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা কৌঁশলে পালানোর চেষ্টাকালে তিন মাদক ব্যবসায়ীকে আটক করে র্যাব। পরে তাদের দেহ তাল্লাশি করে ৫০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
তিনি বলেন, ইয়াবাসহ আটক তিনজন ও পলাতক মাদক কারবারিদের বিরুদ্ধে আইনগত প্রয়োজনীয় ব্যবস্থা নিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।