কত টাকার মালিক রাহুল, জানালেন নিজেই
নির্বাচনী হলফনামায় নিজের সম্পদের বিবরণ দিয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। সেখানে দেখা যাচ্ছে, ৫৩ বছর বয়সী রাহুল গান্ধী ২০২২-২৩ আর্থিক বছরে আয় করেছেন এক কোটি দুই লাখ রুপি। তার হাতে এখন ৫৫ হাজার রুপি আছে। এর আগে ২০২১-২২ সালে তার আয় ছিল এক কোটি ৩১ লাখ রুপি।
শেয়ার বাজারে রাহুল চার কোটি ৩০ লাখ এবং মিউচুয়াল ফান্ডে তিন কোটি ৮১ লাখ রুপি বিনিয়োগ করেছেন৷ এছাড়া ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট, বিমা ও অন্যত্র তিনি ৬১ লাখ ৫২ হাজার টাকা বিনিয়োগ করেছেন।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
তার কাছে ৩৩৩ গ্রামের গহনা আছে, যার দাম চার লাখ ১২ হাজার টাকা। তার স্থাবর সম্পত্তির পরিমাণ ৯ কোটি ২৪ লাখ টাকা৷ আর অস্থাবর সম্পত্তির পরিমাণ হলো ১১ কোটি ১৪ লাখ রুপি।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস
অস্থাবর সম্পত্তির মধ্যে বোন প্রিয়াঙ্কার সঙ্গে দিল্লির মেহরৌলিতে ফার্ম হাউস আছে, বাড়ি আছে। এছাড়া গুরুগ্রামে তার দুইটি বাণিজ্যিক স্পেস আছে। তার আর্থিক দায়ের পরিমাণ ৪৯ লাখ ৪০ হাজার টাকা।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস