অর্থসংকটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪, ১৪:১৯
শেয়ার :
অর্থসংকটে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বিক্রি করে দিচ্ছে পাকিস্তান

অর্থনৈতিক কারণে বেশিরভাগ রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বেসরকারিকরণের সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেন, কৌশলগত গুরুত্বপূর্ণ কিছু প্রতিষ্ঠান ছাড়া সবগুলোই বেসরকারি খাতে বিক্রি করে দেওয়া হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

বেশকিছু ধরেই অর্থনৈতিক সংকটে ভুগছে পাকিস্তান। পর্যাপ্ত বরাদ্দের অভাব, অব্যবস্থাপনা ও দুর্নীতির জেরে বছরের পর বছর ধরে লোকসানে রয়েছে পাকিস্তানের সরকারি পণ্য ও পরিষেবা কোম্পানিগুলো। একদিন আগেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল ৩০০ কোটি ডলার ঋণের ব্যাপারে ইসলামাবাদের সঙ্গে আলোচনা শুরু করেছে।

প্রধানমন্ত্রীর দপ্তর থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, সরকারি বিভিন্ন কোম্পানি ও অর্থনৈতিক প্রতিষ্ঠানের বিগত কয়েক বছরের পণ্য-পরিষেবা উৎপাদন ও অর্জিত মুনাফার সার্বিক অবস্থা যাচাই শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলতি ২০২৪ সাল থেকে বাস্তবায়ন করা শুরু হবে এই পরিকল্পনা ।

শাহবাজ শরীফ বলেন, প্রতিষ্ঠানগুলো লাভ কিংবা ক্ষতিতে থাকুক না কেন, তাদের বেসরকারিকরণ করা হবে। 

তবে বিবৃতিতে বলা হয়নি কোন প্রতিষ্ঠানগুলোকে কৌশলগত গুরুত্বপূর্ণ বলে আখ্যা দেওয় হয়েছে।