মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

আন্তর্জাতিক ডেস্ক
১৬ মে ২০২৪, ১১:৪৪
শেয়ার :
মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হুতির ক্ষেপণাস্ত্র হামলা

লোহিত সাগরে মার্কিন ডেস্ট্রয়ার জাহাজে হামলার দায় স্বীকার করেছে ইয়েমেনভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি। মার্কিন বার্তা সংস্থা এপির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

গতকাল বুধবার তারা জানায়, লোহিত সাগরে ‍দুইদিন আগে মার্কিন নৌবাহিনীর ডেস্ট্রয়ার জাহাজে হামলার পেছনে তারা জড়িত ছিল।

মার্কিন সামরিক বাহিনী জানায় তারা হুতিদের হামলা প্রতিহত করেছে। সুয়েজ খাল ও ভূমধ্যসাগরের মতো গুরুত্বপূর্ণ বাণিজ্যিক রুটে এই হামলা আগের চেয়ে কম।

তবে হুতিরা হামলা কমানোর ব্যাপারে কিছু বলেনি। তবে এখন কয়েকদিন আগের হামলার দায়স্বীকার করছে তারা।

হুতির সামরিক মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি বলেন, তারা ইউএসএস ম্যাসন যুদ্ধজাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। আর ডেসটিনি নামে একটি বাণিজ্যিক জাহাজেও হামলা করেছে।