আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক ড. খোন্দকার শওকতের মায়ের ইন্তেকাল
দৈনিক আমাদের সময়ের উপদেষ্টা সম্পাদক, ইংরেজি দৈনিক দ্য বিজনেস পোস্টের সম্পাদক ও সাবেক সচিব ড. খোন্দকার শওকত হোসেনের মা জাকিয়া আমজাদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ বুধবার সকালে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে জাকিয়া আমজাদের বয়স হয়েছিল ৯২ বছর। তিনি ৩ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
জাকিয়া আমজাদ দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে তার ছেলে ড. খোন্দকার শওকতের ইস্কাটন গার্ডেনের বাসায় চিকিৎসা নিচ্ছিলেন তিনি। আজ বাদ আছর টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার কদিমধল্যা গ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
ড. খোন্দকার শওকতের মায়ের মৃত্যুতে ইউনিক গ্রুপ, পিএইচপি ফ্যামিলি, দৈনিক আমাদের সময় ও দ্য বিজনেস পোস্টের সাংবাদিক, কর্মকর্তা ও কর্মচারীরা গভীর শোক প্রকাশ করেছেন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?