নির্বাচনে অনিয়ম-কারচুপি মেনে নেওয়া হবে না: ইসি হাবিব
নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান বলেছেন, ‘স্থানীয় সরকারের সাধারণ নির্বাচন অত্যন্ত তাৎপর্যপূর্ণ। দেশের রাজনৈতিক দলসহ সব মানুষ চায় একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ ও পক্ষপাতহীন নির্বাচন। যা বাস্তবায়নে দায়িত্ব পালন করেন নির্বাচন কমিশনসহ প্রিজাইডিং অফিসার থেকে শুরু করে ভোট গ্রহণের সঙ্গে যুক্ত সকল কর্মকর্তা ও কর্মচারী। নির্বাচন কমিশনও প্রত্যাশা করে এবারের নির্বাচন হবে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য। এখানে কোনো প্রকার অনিয়ম ও কারচুপি মেনে নেওয়া হবে না।
আজ বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়ায় এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি আরও বলেন, ‘ভোট প্রদানে ভোটাররা তাদের পছন্দের প্রার্থীকে সিল দিবে। আমরা এই লক্ষ্য নিয়ে কাজ করেছি। আজ প্রশিক্ষণের মধ্য দিয়ে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তাদের সেই নির্দেশনা দেওয়া হল। এরমধ্যে যদি কোনো অফিসার বা কর্মকর্তা নিয়ম নীতি অমান্য করে তখন তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
নির্বাচনে অংশ নেওয়া প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সম্পর্কে বলেন, ‘আমাদের কাছে কোনো ছোট বড় প্রার্থী নেই। কে বড় প্রার্থী, কে ছোট প্রার্থী এটা আমরা দেখতে চাই না।’
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মো. সাইদুর রহমান, আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মো. হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার মোঃ নাজমুল হুসেইন খাঁন, জেলা নির্বাচন অফিসার ফারাজী বেনজীর আহমেদ, জেলা অতিরিক্ত পুলিশ সুপার (বি-সাকেল) আসিফ কবির, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আশীস মোমতাজ, ডুমুরিয়া থানা অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত সাহা, আড়ংঘাটা থানা অফিসার ইনচার্জ কাজী কামালসহ আরও অনেকে।
সংবাদ সম্মেলনের আগে তিনি নির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন। উপজেলার শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।