বিশ্বজুড়ে অভ্যন্তরীণ বাস্তুচ্যুত সাড়ে ৭ কোটিরও বেশি মানুষ
বিশ্বজুড়ে ৭ কোটি ৬০ লাখেরও বেশি মানুষ অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত। সংঘাত ও জলবায়ুগত কারণে এই বিশাল সংখ্যক মানুষ নিজেদের বাড়ি ছাড়তে বাধ্য হয়েছে। দ্য ইন্টারনার ডিসপ্লেসমেন্ট মনিটরিং সেন্টার এর প্রতিবেদনে এই তথ্য তুলে ধরেছে।
২০২৩ সালের তথ্য নিয়ে তৈরি করা ওই বার্ষিক প্রতিবেদনে বলা হয়, আগের বছরে এই সংখ্যা ছিল ৫ কোটি ৫৯ লাখ। সুদান ও গাজার সংঘাতে এবার এই সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
সংস্থাটির হিসেব অনুযায়ী, আগের পাঁচ বছরের তুলনায় বাস্তুচ্যুতের সংখ্যা বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। ২০২২ সালের আগে এই সংখ্যা ছিল ৭ কোটি ১১ লাখ। সংস্থাটির হিসেব অনুযায়ী, আগের পাঁচ বছরের তুলনায় বাস্তুচ্যুতের সংখ্যা বৃদ্ধির হার ৫০ শতাংশেরও বেশি। ২০২২ সালের আগে এই সংখ্যা ছিল ৭ কোটি ১১ লাখ।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
সংস্থাটি জানায়, সংঘাতের কারণে বিশ্বজুড়ে বাস্তুচ্যুত হয়েছে ৬ কোটি ৮৩ লাখ মানুষ। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে এই সংখ্যা ৭৭ লাখ।
দক্ষিণ এশিয়ায় বাস্তুচ্যুতদের সংখ্যা ৩৭ লাখ। প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে অভ্যন্তরীণ বাস্তুচ্যুতের সংখ্যা ১৭ লাখ ৯১ হাজার।
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস