জার্মানিতে টেসলাবিরোধী বিক্ষোভ, গ্রেপ্তার ২৩
বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিরুদ্ধে আন্দোলন শুরু হয়েছে জার্মানির ব্র্যান্ডেনবার্গে। মূলত একটি বড় বনাঞ্চল উজাড় করে কারখানাটির সম্প্রসারণ ও এর সম্ভাব্য পরিবেশগত প্রভাব নিয়ে সংশ্লিষ্টরা উদ্বেগ প্রকাশ করে আন্দোলনে নেমেছেন স্থানীয়রা
গত বুধবার পরিবেশবাদীরা জার্মানির রাজধানী বার্লিনের উপকণ্ঠে গ্রুনহাইডে শহরে টেসলার কারখানাটির সম্প্রসারণের বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। পুলিশের একটি বিবৃতিতে বলা হয়েছে, ৮ মে থেকে ১২ মে পর্যন্ত ১৮টি ভিন্ন ভিন্ন সমাবেশে পুলিশ ২৩ জনকে সাময়িকভাবে আটক করার পাশাপাশি ৭৬টি ফৌজদারি মামলা করেছে। সংসদীয় আইনের অবমাননা, সড়কে স্বাভাবিক যান চলাচলে বাধা দেয়া, পুলিশের দায়িত্বে বাধা দেয়া ও সম্পদের ক্ষতির সাধনের তথ্য মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
ব্র্যান্ডেনবুর্গ পুলিশ জানিয়েছে জার্মানির অন্যান্য রাজ্যের পুলিশ ইউনিটগুলোর সহায়তায় শনিবার কারখানার বাইরে এক হাজারেরও বেশি বিক্ষোভকারীদের মোকাবেলা করার জন্য প্রায় দেড় হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল।
আরও পড়ুন:
রোগীর পেটে জীবন্ত মাছি!
বিক্ষোভে নেতৃত্বদানকারী তিনটি গোষ্ঠীর আয়োজকরা বলেছেন, আগামী বৃহস্পতিবার (১৬ মে) কারখানাটি সম্প্রসারণের অনুমোদনের বিষয়ে আলোচনার জন্য তারা নির্ধারিত একটি স্থানীয় বোর্ডের বৈঠকে যোগ দেবেন।
সম্প্রসারণের অনুমতি দিলে কী হবে জানতে চাইলে আয়োজকেরা বলেন, ‘আমরা ফিরে আসব।’
আরও পড়ুন:
২৫ জিম্মিকে মুক্তি দিল হামাস