শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে যা বলল কর্তৃপক্ষ

অনলাইন ডেস্ক
১৪ মে ২০২৪, ১৮:০৫
শেয়ার :
শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে যা বলল কর্তৃপক্ষ

শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে এর পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।

সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।’

ডিএমটিসিএল এমডি বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে পরামর্শক ও কারিগরি দল কাজ করছে। আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’