শুক্রবার মেট্রোরেল চালানোর বিষয়ে যা বলল কর্তৃপক্ষ
শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে এখনো সিদ্ধান্ত নেয়নি বলে জানিয়েছে এর পরিচালনকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন সিদ্দিক।
সম্প্রতি কিছু সংবাদমাধ্যমের খবরে বলা হয়, শুক্রবারও মেট্রোরেল চালানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। এ বিষয়ে জানতে চাইলে এম এ এন সিদ্দিক বলেন, ‘আমরা এখনো এ ধরনের কোনো সিদ্ধান্ত নিইনি। আমাদের বর্তমান লক্ষ্য পিক আওয়ারে হেডওয়ে (একই গন্তব্যে দুই ট্রেনের মধ্যবর্তী সময়) সময় আট মিনিট থেকে কমিয়ে পাঁচ মিনিট করা।’
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
ডিএমটিসিএল এমডি বলেন, ‘শুক্রবার মেট্রোরেল চালানোর ব্যাপারে পরামর্শক ও কারিগরি দল কাজ করছে। আগামী ১৯ মে তারা প্রতিবেদন দেবেন। প্রতিবেদন পাওয়ার পর আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?