কাশ্মিরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক
১৪ মে ২০২৪, ১৬:৪১
শেয়ার :
কাশ্মিরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ, নিহত ৪

পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে ময়দা ও বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। শুক্রবার থেকে তারা আন্দোলন করছে। প্রশাসের সঙ্গে বিক্ষোভকারীদের সংঘর্ষে এখন পর্যন্ত চারজন প্রাণ হারিয়েছেন, আহত হয়েছেন আরও ১০০ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, সহিংসতা তীব্র হওয়ায় মোবাইল পরিষেবা বন্ধ করে দেয় প্রশাসন। এছাড়া স্কুল, গণপরিবহন ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখা হয়।  গতকাল সোমবার দেশটির প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ২৪০০ কোটি পাকিস্তানি রুপি ভর্তুকি দেওয়ার ঘোষণা দিয়েছেন, যেন পণ্য ও সেবার মূল্য সাধারণ মানুষের নাগালে থাকে।

এরপর আজ মঙ্গলবার এই আন্দোলন থামানোর ঘোষণা দিয়েছেন আয়োজকরা। আন্দোলনের আয়োজক শওকত নওয়াজ মীর জানান, ‘সরকার আমাদের সব দাবি মেনে নিয়েছে। তাই আমরা আন্দোলন বন্ধ করেছি।’

তবে আন্দোলনে নিহতদের পরিবারের জন্য ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি।