শুক্রবারও মেট্রোরেল চালু রাখার সিদ্ধান্ত আসছে
আধুনিক সুযোগ সুবিধা ও যানজটমুক্ত হওয়ায় দ্রুতই জনপ্রিয়তা পেয়েছে মেট্রোরেল। বর্তমানে মেট্রোরেল সপ্তাহে ছয় দিন চলাচল করছে।
যাত্রীদের সুবিধার্থে সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও মেট্রোরেল চলাচলের সিদ্ধান্ত নিয়েছে পরিচালনা প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।
ডিএমটিসিএল সূত্রে জানা গেছে, আগামী জুলাই মাস থেকে শুক্রবারেও অন্যান্য দিনের মতো মেট্রোরেল চলাচলের বিষয়ে প্রাথমিক আলোচনা হয়েছে।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
এ বিষয়ে প্রতিষ্ঠানটির যুগ্ম সচিব মোহাম্মদ আবদুর রউফ গণমাধ্যমকে বলেন, ‘এ রকম সিদ্ধান্ত হলে আমাদের ব্যবস্থাপনা পরিচালক এম এ এন ছিদ্দিক স্যার সংবাদ সম্মেলন করে জানাবেন।’
মেট্রোরেল সূত্র জানিয়েছে, যাত্রীর চাপ বাড়ায় সকাল ও সন্ধ্যায় পিক আওয়ারের হেডওয়ে সময় (দুই ট্রেনের মধ্যবর্তী অপেক্ষমাণ সময়) কমানো হবে বলেও জানা গেছে। এটি জুনে কার্যকর হতে পারে। এক্ষেত্রে হেডওয়ে সময় কমিয়ে ৫ মিনিট করা হতে পারে; যা বর্তমানে ৮ মিনিট আছে।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?