রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২৪, ২২:৪৬
শেয়ার :
রেললাইন পার হওয়ার সময় ট্রেনের ধাক্কায় কিশোর নিহত

রাজধানীর গুলবাগ এলাকায় ট্রেনের ধাক্কায় সিফাত (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ সোমবার রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

সিফাত শরীয়তপুরের জাজিরা উপজেলার কৃষ্ণনগর গ্রামের আবুল হোসেনের ছেলে। বর্তমানে যাত্রাবাড়ীর নবীনগর মীর হাজীরবাগ এলাকায় পরিবারের সঙ্গে থাকতো। তার বাবা সিটি করপোরেশনে চাকরি করেন। সে যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল থেকে এ বছর এসএসসি পাস করেছে।

উদ্ধারকারী পথচারী কাওছার বলেন, আজ রাত আনুমানিক ৮টার দিকে গুলবাগ এলাকায় রেললাইন পার হচ্ছিল এ কিশোর। এ সময় ট্রেন ধাক্কায় গুরুতর আহত হয়। পরে তাকে সেখান থেকে উদ্ধার করে রাত সাড়ে ৯টায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষার তাকে পর মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি ঢাকা রেলওয়ে থানাকে জানানো হয়েছে।