মাঠে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ময়মনসিংহ সংবাদদাতা
১৩ মে ২০২৪, ১৭:১৪
শেয়ার :
মাঠে ধান পাহারা দিতে গিয়ে হাতির আক্রমণে কৃষকের মৃত্যু

ময়মনসিংহের হালুয়াঘাটে হাতির আক্রমণে আলতাফ হোসেন নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৩টার দিকে ভুবনকুড়া ইউনিয়নের বানাই চিড়িঙ্গিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত আলতাফ হোসেন উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বানাইচিরিঙ্গীপাড়া গ্রামের মৃত জাফর আলীর ছেলে।

ভুবনকুড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সুরুজ আলী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বন বিভাগ ও স্থানীয় সূত্রে জানা যায়, আলতাফ তার বাড়ি থেকে প্রায় ৪০০ মিটার দূরে ধোপাজুরি পাহাড়ের ঢালে পাকা ধান কেটে ক্ষেতে রেখেছিলেন। গতকাল রাতে ছেলে হানিফকে নিয়ে ক্ষেতে ধান পাহারা দিতে যান আলতাফ। রাত সাড়ে তিনটার দিকে পাঁচ থেকে সাতটি বন্য হাতি ক্ষেতে হানা দেয়। এ সময় হানিফ দৌঁড়ে নিরাপদ স্থানে চলে যান। কিন্তু তার বাবা আলতাফ সরে যেতে পারেননি। এ সময় হাতিগুলো আলতাফকে আক্রমণ করে। তখন হানিফের চিৎকারে স্থানীয় লোকজন চলে আসেন। পরে হাতিগুলো সরে গেলে আহত অবস্থায় আলতাফকে উদ্ধার করে স্থানীয় জয়রামকুড়া হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বন বিভাগের কর্মকর্তা ওয়ালিদ বিন মতিন বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল আমরা পরিদর্শন করি। যত দ্রুত সম্ভব নিহতের পরিবারের হাতে সরকারের কাছ থেকে ৩ লাখ টাকা তুলে দেওয়া হবে।’

এ ঘটনার পর স্থানীয় সংসদ সদস্য মাহমুদুল হক সায়েম ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহতের পরিবারকে সমবেদনা জানান। এছাড়াও উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ ও ভূবনকুড়া ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়াসহ পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন ও নিহত পরিবারকে সমবেদনা জানান।