এয়ার ইন্ডিয়ার বিমান থেকে লাফ দেওয়ার হুমকি যাত্রীর

আন্তর্জাতিক ডেস্ক
১৩ মে ২০২৪, ১৬:৫৬
শেয়ার :
এয়ার ইন্ডিয়ার বিমান থেকে লাফ দেওয়ার হুমকি যাত্রীর

আবারও আলোচনায় ভারতীয় বিমান সংস্থা এয়ার ইন্ডিয়া। বিমানটির এক যাত্রী ক্রুদের সঙ্গে খারাপ আচরণ করে লাফ দেওয়ার হুমকি দিয়েছেন। ওই যাত্রীর ব্যাপারে এফআইআরও দায়ের করেছে বিমান কর্তৃপক্ষ। ভারতীয় সংবাদমাধ্যম নিউজ এইটিনের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

সম্প্রতি কর্মীদের ছুটি ও ছাঁটাই নিয়ে আলোচনার জন্ম দিয়েছে এয়ার ইন্ডিয়া। তাদের অভ্যন্তরীণ এই অস্থিরতায় বাতিল হয়েছে শতাধিক ফ্লাইটও। এবার জানা গেলে মাঙ্গালুরু থেকে দুবাই যাওয়ার পথে এক যাত্রীর সঙ্গে অনাকাঙ্খিত ঘটনা ঘটেছে বিমান কর্তৃপক্ষের।

মোহাম্মদ বিসি নামে ওই যাত্রীর বিরুদ্ধে বাজপে পুলিশ থানায় লিখিত অভিযোগ করেছেন বিমানের নিরাপত্তা সমন্বয়ক সিদ্ধার্থ দাস।  পুলিশ জানায়, ৯ মে সকালে এই ঘটনা ঘটে। সেদিন সন্ধ্যায় অভিযোগ করা হয়।

অভিযোগে বলা হয়েছে, ‍দুবাই থেকে ৮ মে রাতে ম্যাঙ্গালুরুর উদ্দেশ্যে রওনা দেয় এয়ার ইন্ডিয়ার বিমানটি। বিমানটি আকাশে থাকতেই মোহাম্মদ বাথরুমে যান, বের হয়ে ক্রুদের কাছে কৃষ্ণা নামে একজনের তথ্য জানতে চান। কিন্তু যাত্রী তালিকায় এই নামে কেউ ছিলেন না। এরপরই তিনি উগ্র হয়ে ওঠেন বলে অভিযোগ। এতে বিরক্ত হন ক্রু ও যাত্রীরা। একটা সময় বিমান থেকে লাফিয়ে পড়ারও হুমকি দেন তিনি।