রাজধানীতে কাভার্ডভ্যানের ধাক্কায় পথচারী নিহত
রাস্তা পার হওয়ার সময় কাভার্ডভ্যানের ধাক্কায় মোছা. শিল্পী বেগম (৪২) নামের এক পথচারী নিহত হয়েছেন। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর হাজারীবাগ বেরিবাঁধ এলাকার বৌ বাজারের সামনের সড়কে এ দুর্ঘটনাটি ঘটে।
শিল্পী বেগম বাসা বাড়িতে গৃহকর্মীর কাজ করতেন।
হাজারীবাগ থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. সাজ্জাদুর রহমান জানান, কাভার্ডভ্যানের ধাক্কায় গুরুতর আহত অবস্থায় শিল্পী বেগমকে উদ্ধার করে দুপুর ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মরদেহটি হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় গাড়িটিকে জব্দ করা হয়েছে। তবে চালক পলাতক।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মৃতের ছেলে মো. হৃদয় জানান, তার মা শিল্পী বেগম সকালে কাজে বের হয়েছিল। সেখান থেকে বাসায় ফেরার পথে বেরিবাঁধ এলাকায় দুর্ঘটনার শিকার হন। পরে সেখান থেকে তাকে দুপুরে ঢামেক হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।
স্থানীয়রা জানিয়েছেন, রাস্তা পারাপারের সময় ওই নারী বোতলে করে পানি খাচ্ছিলেন। সে সময় তিনি দুর্ঘটনার শিকার হন।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
শিল্পী বেগম বরিশাল গৌরনদী উপজেলার নরসিংগাল গ্রামের রিকশাচালক আল আমিন হাওলাদারের স্ত্রী। বর্তমানে হাজারীবাগ সালাম সরদার রোড বালুর মাঠ এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন। তিন ছেলে এক মেয়ের জননী ছিলেন তিনি।