সাবেক প্রেমিকাকে স্মরণ করে যা বললেন মিঠুন

বিনোদন ডেস্ক
১৩ মে ২০২৪, ১২:৩৭
শেয়ার :
সাবেক প্রেমিকাকে স্মরণ করে যা বললেন মিঠুন

বলিউড তথা টলিউড, ভারতের বিনোদন জগতের অন্যতম উজ্জ্বল নক্ষত্র হলেন মিঠুন চক্রবর্তী। এই তারকা জগতে বিখ্যাত হওয়ার জন্য বেশ লড়াই করতে হয়েছিল অভিনেতাকে। কিন্তু এই বর্ষীয়ান অভিনেতার সফলতার জীবনে আছে না পাওয়ার বেদনাও। 

বর্ষীয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী সম্প্রতি এক রিয়্যালিটি শো-তে অতীতের কথা প্রকাশ্যে আনলেন। এক সময়ে মন ভেঙেছিল অভিনেতার। হঠাৎই ছেড়ে চলে গিয়েছিলেন প্রেমিকা। রিয়্যালিটি শো-তে প্রেম ভাঙায় এক প্রতিযোগীর মন খারাপ ছিল।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে জানা যায়, সেই প্রসঙ্গেই নিজের অতীতের কথা স্মরণ বলেন, ‘এ রকমই হয়েছিল আমার। প্রেমে পড়ে গিয়েছিলাম। পাগল হয়ে গিয়েছিলাম রীতিমতো। তার পরে সেটাই হল। মেয়েটি ছেড়ে চলে গেল। তার পরে সময় বদলাল। আমি তারকা হলাম। তারপর আরও বড় তারকা হলাম'। ’

মিঠুন আরও বলেন, ‘একদিন আমি বিমানযাত্রা করছি। সেই মেয়েটিও ছিল ওই বিমানে। কিন্তু ও আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে গেলাম। জিজ্ঞাসা করলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন’। ও তখন তাকাল। মনে হল, ওর অনুতাপ হচ্ছে। আমি ওকে সহজ করার জন্য বললাম, ‘তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে’। ’

এটা শুনে মেয়েটি কিছুটা আস্বস্ত হয়েছিলেন বলে জানান মিঠুন। মেয়েটি বলেছিলেন, ‘আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। ’

উত্তরে মিঠুন বলেছিলেন, ‘তুমি এ সব না করলে হয়তো এত বড় তারকাও তৈরি হত না। ’

উল্লেখ্য, ডিস্কো ড্যান্সার খ্যাত তারকা মিঠুনকে সর্বশেষ কাবুলিওয়ালায় দেখা গিয়েছিল। এ বছরই অভিনেতা পদ্ম ভূষণ পুরস্কার পেয়েছেন। জানা গেছে, শাস্ত্রী এবং রাজ চক্রবর্তীর নতুন একটি সিনেমায় খুব শিগগিরই ধরা দেবেন এ সুপারস্টার।