‘মনে হয় আকাশ থেকে পড়েছি’
নতুন দায়িত্ব পেয়েছেন সিনেমার জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমা। আগামী এক বছরের জন্য বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করবেন তিনি। গতকাল রবিবার তথ্য মন্ত্রণালয়ের উপসচিব সাইফুল ইসলামের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনের মাধ্যমে কমিটির সদস্যদের নাম প্রকাশ করেছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
এদিকে, সেন্সর বোর্ডে সদস্য হওয়ার খবরটি অনেকটা আচমকাই শুনেছেন পূর্ণিমা। শুধু তাই না, এ বিষয়ে কোনো কিছুই জানতে না বলেও জানান এই চিত্রনায়িকা।
পূর্ণিমার কথায়, ‘আসলে, বিষয়টি আমি একদমই জানতাম না। এমন সংবাদের জন্য মোটেও প্রস্তুত ছিলাম না। প্রযোজক খোরশেদ আলম খসরু ভাই আমাকে প্রজ্ঞাপনটা পাঠান। নামটা দেখে মনে হয় আমি আকাশ থেকে পড়েছি। আর বারবার দেখছিলাম। ভুলে কি নামটা এসেছে- সেটাও ভাবছিলাম।’
আরও পড়ুন:
ওটিটি প্ল্যাটফরম আমার জন্য বেশ লাকি
তিনি আরও বলেন, ‘আমার আশ্চর্য হওয়ার পেছনে বড় কারণ- এই বিষয়ে আমার সঙ্গে কখনো কারো কথাই হয়নি। যাই হোক, সেন্সর বোর্ড বা মন্ত্রণালয় থেকে যারা আমার কথা ভেবেছেন, তাদের ধন্যবাদ জানাই। এটা আমার জন্য একটা বড় পাওয়া ও সারপ্রাইজ।’
এদিকে, নতুন কমিটিতে সদস্য হিসেবে অভিনয়শিল্পীদের মধ্যে পূর্ণিমাসহ আরও রয়েছেন সুজাতা আজিম, অরুণা বিশ্বাস, রোকেয়া প্রাচী, আজিজুল হাকিম। আরও আছেন প্রযোজক খসরু ও পরিচালক জাহাঙ্গীর আলম। কার্যকর এই নতুন কমিটিতে থাকছেন এফডিসির বর্তমান ব্যবস্থাপনা পরিচালক নুজহাত ইয়াসমিন ও পরিচালক সমিতির সভাপতি কাজী হায়াৎ।
আরও পড়ুন:
নানাকে নিয়ে পরীর আবেগঘন পোস্ট
এছাড়াও সেন্সর বোর্ডের সদস্য হিসেবে রয়েছেন আইন ও বিচার বিভাগের সচিব, প্রধানমন্ত্রীর প্রেস সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপ-সচিব (প্রশাসন ও চলচ্চিত্র) এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের একজন প্রতিনিধি।