আজ কোথায় কী আয়োজন
প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ সোমবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক:
প্রধানমন্ত্রী কর্মসূচি
সকাল ১০ টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা বিন ইউসুফ আল দুহাইলান। পরে বেলা ১১টায় অর্থ বিভাগ কর্তৃক ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেট বিষয়ক বিশেষ সভায় অংশ নেবেন তিনি।
আওয়ামী লীগের কর্মসূচি
বেলা সাড়ে ১১টায় ধানমন্ডি ৩/এ প্রেস ব্রিফিং করবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
আরও পড়ুন:
রাজধানীতে কিশোরীসহ ২ জনের মরদেহ উদ্ধার
মেয়র আতিকের কর্মসূচি
দায়িত্ব গ্রহণের চার বছর পূর্তি উপলক্ষে সংবাদ সম্মেলন করবেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। বেলা পৌনে ১১টার দিকে গুলশানে ডিএনসিসি নগর ভবনে এই সংবাদ সম্মেলন হবে।
ফখরুলের কর্মসূচি
বাংলাদেশ কমিউনিস্ট পার্টির উপদেষ্টা হায়দার আকবর খান রনোর কফিনে শ্রদ্ধা নিবেদন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বেলা ১১টায় কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন তিনি।
আরও পড়ুন:
নির্বাচন নিয়ে কী ভাবছে এলডিপি?
বাণিজ্য প্রতিমন্ত্রীর কর্মসূচি
বাংলাদেশ জুট মিলস অ্যাসোসিয়েশনের (বিজেএমসি) পক্ষে সংবর্ধনা অনুষ্ঠান হবে। এতে প্রধান অতিথি থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। দুপুর সাড়ে ১২টায় মতিঝিলের বিজেএমসি সম্মেলন কক্ষে এই সংবর্ধনা অনুষ্ঠিত হবে।
পররাষ্ট্রমন্ত্রী কর্মসূচি
ড. খলিকুজ্জামান আহমদের লেখা ‘পদ্মা ব্রিজ: অ্যান ইপিক অ্যাকম্পিলশমেন্ট’ বই এবং ‘সোনার বাংলাদেশ দেখতে চাই’ মিউজিক ভিডিও উদ্বোধন করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাসান মাহমুদ। দুপুর সাড়ে ১২টায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই অনুষ্ঠান শুরু হবে।
নসরুল হামিদের কর্মসূচি
আইইবির ৬১তম কনভেনশনের সমাপনী অনুষ্ঠান উপলক্ষে আয়োজিত ‘দ্য ইঞ্জিনিয়ারস ফর ট্রান্সফরমিং টেকনোলজি ড্রাইভেন স্মার্ট বাংলাদেশ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি থাকবেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। দুপুর ২টায় রমনায় আইইবির সদর দফতরে এই সেমিনার শুরু হবে।