এসএসসি পরীক্ষার ফল পেয়ে ছাত্রীর আত্মহত্যা

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৯:৪২
শেয়ার :
এসএসসি পরীক্ষার ফল পেয়ে ছাত্রীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ের হরিপুরে এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে মিতু আক্তার (১৫) নামের এক ছাত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। আজ রবিবার দুপুরে এসএসসি পরীক্ষার ফল পাওয়ার পর সে আত্মহত্যা করে। খবর পেয়ে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

মিতু আক্তারের বাড়ি হরিপুর উপজেলার আমগাঁও ইউনিয়নের কামারপুকুর এলাকায়। তার বাবার নাম মো. মুসা। নসিমনচালক মুসার তিন ছেলে-মেয়ের মধ্যে মিতু মেঝ।

আমগাঁও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. হবিবর রহমান আত্মহত্যার বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের বরাতে তিনি জানান, মিতু আক্তার স্থানীয় কামার পুকুর মডেল উচ্চ বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করে। ফলাফলে দেখা যায় সে ৩টি বিষয়ে অকৃতকার্য হয়েছে। এ কারণে সে আত্মহত্যা করে থাকতে পারে।

এ ঘটনায় তার সহপাঠীরা জানায়, মিতু আক্তার এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ায় আত্মত্যা করেছে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, মিতু এসএসসি পরীক্ষার ফলাফল শোনার পর বাসায় এসে ঘরের দরজা খোলা রেখেই ঘরের বাঁশের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ফাঁস দেয়। এ সময় মিতুর মা বাড়িতে নামাজ পড়ছিলেন। তার বাবা বাসায় ছিলেন না।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শেখ বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’