কোটি টাকা বেতনের চাকরি পেয়ে চমকে দিলেন যুবক

আন্তর্জাতিক ডেস্ক
১২ মে ২০২৪, ১৮:৩৮
শেয়ার :
কোটি টাকা বেতনের চাকরি পেয়ে চমকে দিলেন যুবক

ভারতের দক্ষিণ ২৪ পরগনার যুবক শাশ্বত কাপাত। পড়াশোনা করেছেন আইন নিয়ে। তবে তখনো হয়তো ভাবতে পারেননি, কত বড় চমক তার জন্য অপেক্ষা করছে। দুবাইয়ে একটি প্রতিষ্ঠানে বার্ষিক কোটি টাকা বেতনে চাকরি করছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে বলা হয়, অ্যাডামাস বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করা এই  যুবক উপাচার্যকে চিঠি পাঠিয়েছেন। সেখানে নিজের সাফল্যের পিছনে অ্যাডামাসের অধ্যাপকদের অবদানের কথা তুলে ধরেছেন

শাশ্বত দুবাইতে গেলেও দক্ষিণ ২৪ পরগনার বাড়িতেই থাকেন বাবা-মা ও পরিবারের অন্য সদস্যরা। বাবা এলাকার একজন নামকরা হোমিওপ্যাথি চিকিৎসক। মা শিল্পী ও গণিতের শিক্ষক। বিগত কয়েক মাস ধরে দুবাইয়ের বহুজাতিক সংস্থায় কাজ করার পর পদোন্নতি হয়েছে শাশ্বত-র। এরপরই বেতন কোটি টাকা ছাড়িয়ে যায়।