ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি
১২ মে ২০২৪, ১৭:০৩
শেয়ার :
ঘরের আড়ার সঙ্গে ঝুলছিল গৃহবধূর মরদেহ

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নিজ ঘরের আড়ার সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন সোখিনা বেগম (২৬) নামের এক গৃহবধূ। গতকাল শনিবার রাতে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের ক্ষুদ্র বাশঁবাড়ি হঠাৎপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

সোখিনা বেগম ওই এলাকার সাইফুল ইসলামের স্ত্রী। তিনি হরিপুর উপজেলার কাঠালডাঙ্গী ভুতডাঙ্গী এলাকার সেকেন্দার মিয়ার মেয়ে।

স্থানীয়রা জানান, স্বামী সাইফুলের অনুপস্থিতিতে দিনের কোনো এক সময় গলায় ফাঁস দেন সোকিনা। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।

গৃহবধূর স্বামী সাইফুল ইসলাম জানান, পেশায় তিনি ভ্যানচালক। প্রতিদিনের মতো তিনি ভ্যানগাড়ি নিয়ে বাহিরে চলে যান। তাদের এক ছেলে মাদ্রাসাছাত্র। সে মাদ্রাসায় থাকে। আরেক ছেলে নানার বাড়িতে বেড়াতে গেছে। ঘটনার সময় তারা কেউ বাসায় ছিলেন না।

তিনি বলেন, রাতে বাসায় এসে ঘটের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করে কোনো সাড়া পাচ্ছিলাম না। পরে আশপাশের লোকজনের সহযোগিতায় ছিটকানি ভেঙে সোখিনাকে ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাই।

সোকিনার বাবা সেকেন্দার মিয়া জানান, পারিবারিকভাবে তার মেয়ের সঙ্গে সাইফুলের বিয়ে হয়। তাদের ঘরে দুই সন্তান আছে। কিছুদিন আগে একটি বিষয় নিয়ে সোকিনার স্বামী তাকে গালমন্দ করেন। পরে তিনি গিয়ে সেটা মিটমাট করে দিয়ে আসেন। তবে কী কারণে সোখিনা আত্মহত্যা করেছেন, এ বিষয়ে কেউ কিছু জানাতে পারেননি।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, গৃহবধূর আত্মহত্যার ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তদন্তের পর মৃত্যুর আসল কারণ জানা যাবে।