ছবিতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৪, ১৪:৩৫
শেয়ার :
ছবিতে শিক্ষার্থীদের বাঁধভাঙা উচ্ছ্বাস

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এ বছর ৯টি সাধারণ, মাদরাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। ফলাফল পেয়েই বাঁধভাঙা উচ্ছ্বাসে মেতে উঠেছেন শিক্ষার্থীরা।

আজ রবিবার ফল প্রকাশের পর ভিকারুননিসায় শিক্ষার্থীদের নেচে-গেয়ে উল্লাস করতে দেখা গেছে।

দেখা যায়, স্কুলের ভেতরে শিক্ষার্থীরা একে-অপরের সঙ্গে আনন্দ ভাগাভাগি করছেন। কেউ আনন্দের এই মুহূর্ত স্মরণীয় করে রাখতে তুলছেন সেলফি। শিক্ষার্থীদের পাশাপাশি আনন্দ ভাগাভাগি করতে উপস্থিত হয়েছেন অভিভাবকরাও। 

সরেজমিনে ভিকারুননিসায় দেখা গেছে, ফলাফলের জন্য সকাল ১০টা থেকে বাবা-মাসহ শিক্ষার্থীরা উপস্থিত হন। বেলা ১২টায় আনুষ্ঠানিক রেজাল্ট পাওয়ার পর আনন্দ উচ্ছ্বাস শুরু হয় শিক্ষার্থীদের। 

এবার ভিকারুননিসায় পরীক্ষার্থী ছিল ২২০৬ জন। পাস করেছে ২১৬১ জন, ফেল করেছে ৩৪ জন। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫২৮ জন।