আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১২ মে ২০২৪, ০৮:৩১
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ রবিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক :

প্রধানমন্ত্রীর কর্মসূচি

সকাল ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর। বেলা সাড়ে ১১টায় গণভবনে সৌজন্য সাক্ষাৎ করবেন ঢাকায় নিযুক্ত ভ্যাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন র‌্যানডাল। দুপুর সোয়া ১২টায় গণভবনে সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত অ্যান্তোনিও আলেসান্দ্রো। দুপুর ১টায় গণভবনে সাক্ষাৎ করবেন বাংলাদেশ কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি

দুপুর সাড়ে ১২টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী।

বস্ত্র ও পাটমন্ত্রীর কর্মসূচি

সকাল সাড়ে ১০টায় সচিবালয়ে নিজ কক্ষে বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত পার্ক ইয়ং-সিক।

দুর্যোগ প্রতিমন্ত্রীর কর্মসূচি

বিকেল ৩টায় সচিবালয়ে নিজ কক্ষে দুর্যোগ প্রতিমন্ত্রী মহিববুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস।

বিএনপির কর্মসূচি

দুপুর ১২টায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।