উপজেলা নির্বাচন থেকে সরে দাঁড়ালেন বিএনপি নেতা
ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান প্রার্থী বিএনপি নেতা শাহ মো. আলমগীর তার প্রার্থীতা প্রত্যাহার করেছেন। আজ শনিবার বিকেলে ফুলবাড়িয়া পশ্চিম বাজারস্থ বিএনপির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন।
তিনি বলেন, ‘আমার ব্যক্তিগত কারণ দেখিয়ে রিটার্নিং অফিসার ও অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার বরাবর নির্বাচন হতে আমার প্রার্থীতা প্রত্যাহার করেছি। তবে আসল কারণ হচ্ছে আমি যেহেতু দল করি, সেহেতু দলের হাই কমান্ডের নির্দেশে আমি নির্বাচন থেকে সড়ে দাঁড়িয়েছি। আমার বাবা মরহুম আমিরুল ইসলাম হীরা সারাজীবন দলের কমান্ড অনুসরণ করেছেন। আমি তার সন্তান হিসেবে দলের বিপক্ষে অবস্থান নিতে পারি না।’
তিনি বলেন, ‘মাঠের অবস্থানে আমি নিশ্চিত উপজেলা চেয়ারম্যান পদে জয়যুক্ত হতাম, তবুও দল ও দেশের স্বার্থে আমার ব্যক্তিগত স্বার্থ বিসর্জন দিলাম। আগামীতে আমি আপনাদের সকলের সহযোগিতা চাই।’
এ সময় বিএনপি নেতা সাইফুল ইসলাম বাদল, একেএম শমসের আলী, কামরুজ্জামান মীর আজাদ, জাকির হোসেন খান বাপ্পী, মাহবুবুল আলম সেলিম প্রমুখ উপস্থিত ছিলেন।