ফুলেল শুভেচ্ছায় সিক্ত হলেন আলমগীর হোসেন
ঢাকার দোহার উপজেলা পরিষদ নির্বাচনে টানা তৃতীয়বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হওয়ায় জনসাধারণের সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন আলমগীর হোসেন। এ উপলক্ষে আজ শনিবার দুপুরে প্রায় এক হাজার মোটর সাইকেল ও গাড়ি বহর নিয়ে উপজেলার ফুলতলা এলাকা থেকে শুরু হয়ে নয়াবাড়ি পর্যন্ত রোড মার্চ করে।
এ সময় আলমগীরের রাস্তার মোড়ে মোড়ে থাকা নেতাকর্মী ও সমর্থকরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
এ সময় আলমগীর বলেন, ‘আমাকে আপনারা টানা তৃতীয়বারের মতো উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি। বিগত দিনে যেমন আপনাদের পাশে ছিলাম এখনও সেভাবেই থাকতে চাই। আপনারা আমার পাশে থেকে দোহারের উন্নয়নে অংশনিন।’
এ সময় দোহার পৌর মেয়র আলমাছ উদ্দিন, নারিশা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন, সুতারপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নাসির উদ্দিন, বিলাশপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রাশেদ চোকদার, রাইপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন, মাহমুদ ইউপি চেয়ারম্যান আইয়ুব মোল্লা, কুসুমহাটি ইউপি চেয়ারম্যান কাদের মন্ডল, নয়াবাড়ি ইউপি চেয়ারম্যান তৈবুর রহমান তরুন সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।