উন্নয়নের অপর নাম শেখ হাসিনা: মাহবুবুর

দোহার-নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
১১ মে ২০২৪, ১৯:৫৭
শেয়ার :
উন্নয়নের অপর নাম শেখ হাসিনা: মাহবুবুর

ঢাকা জেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান বলেছেন, ‘আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে উন্নয়ন হয় এটা সকলের জানা। সরকারের কাজ উন্নয়ন করা আর উন্নয়নের অপর নাম শেখ হাসিনা।’

আজ শনিবার দুপুরে ঢাকার দোহার উপজেলায় বিভিন্ন উন্নয়নমূলক কাজ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাহবুব বলেন, ‘আমার রাজনীতির জীবনে স্বপ্ন ছিল তৃণমূলের মানুষদের সেবা করব। মহান আল্লাহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার মাধ্যমে আমাকে সেই দায়িত্ব দিয়েছেন। আমাকে দেওয়া দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করে যাচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন।’

চেয়ারম্যান বলেন, ‘আমি কারো মুখের কথায় কোনো উন্নয়ন কাজ করি না। আমি সরাসরি ওই এলাকায় গিয়ে যেসকল উন্নয়ন প্রয়োজন তাই করে দিচ্ছি। দিনব্যাপি চেয়ারম্যান প্রায় ১ কোটি টাকা ব্যায়ে নির্মিত ২টি আরসিসি রাস্তা, একটি ড্রেন ও একটি মসজিদের উন্নয়ন ফলক উদ্বোধন করেন।’

এ সময় ঢাকা জেলা পরিষদের সহকারী প্রকৌশলী আব্দুল রাজ্জাক, উপসহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, সাবেক নারিশা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শেখ শাহাবুদ্দিন, আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান হাবিব, সাজ্জাদ হোসেন সাজু, মোস্তফা মোল্লা, আজাদ খান, চঞ্চল মোল্লা, মুক্তার হোসেন, মেহেদী হাসান সাদ্দাম সহ বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।