আজ কোথায় কী আয়োজন

অনলাইন ডেস্ক
১১ মে ২০২৪, ০৮:৪৪
শেয়ার :
আজ কোথায় কী আয়োজন

প্রতিদিন রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন প্রান্তে আয়োজন করা হয় নানান ধরনের কর্মসূচি। এর মধ্যে শিল্প-সংস্কৃতি, রাজনীতি অথবা রাষ্ট্রীয় অনুষ্ঠান অন্যতম। প্রতিদিন সকালে জেনে নিন কোথায় কী আয়োজন। আজ শনিবার কোথায় কী আয়োজন রয়েছে, চলুন দেখে নেওয়া যাক :

প্রধানমন্ত্রীর কর্মসূচি

 সকাল ১০টায় রাজধানীর রমনায় ‘বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন-এর ৬১তম কনভেনশন’-এর উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের কর্মসূচি

 বিকেল ৩টায় বিএনপি-জামায়াতের দেশবিরোধী ষড়যন্ত্রের বিরুদ্ধে মোহাম্মদপুর গজনবী রোডে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের উদ্যোগে শাস্তি সমাবেশে প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন: পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।

পরিবেশমন্ত্রীর কর্মসূচি

বিকেল সাড়ে ৪টায় ঢাকা ক্লাবের এইচ আর সিনহা লাউঞ্জে এহসানুল করিম অ্যাওয়ার্ড ফর মিডিয়া এক্সিলেন্স এবং অ্যানুয়াল কানেকশন অব ইন্ডিয়ান ইনস্টিটিউট অব মাস কমিউনিকেশন অ্যালামনাই অ্যাসোসিয়েশন-এর অনুষ্ঠানে যোগ দেবেন পরিবেশমন্ত্রী সাবের হোসেন চৌধুরী।

শিক্ষামন্ত্রীর কর্মসূচি

বেলা ১১টায় পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না এক্সিবিশন সেন্টারে ‘সিটি ইউনিভার্সিটি কনভোকেশন’ অনুষ্ঠান যোগ দেবেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।